বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা-এর শিক্ষাবৃত্তি নীতিমালা ও আবেদন ফরম, ২০২৩
2023-06-18 20:44:33
বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা-এর বিশেষ উদ্যোগে, বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর) দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের নিম্নে উল্লেখিত নির্দিষ্ট নীতিমালার আওতায় আবেদন ফরম সংগ্রহপূর্বক পূরণ করতঃ আগামী ১৫ই জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবন, এম/১-এ, সেকশন-১৪, কাফরুল, মিরপুর, ঢাকা-১২০৬, এই ঠিকানায় সরাসরি/ডাক যোগে প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে।
বিঃদ্রঃ বৃত্তি প্রাপ্তির নীতিমালা ও আবেদন ফরম নিম্নে বর্ণিত মাধ্যমে সংগ্রহ করা যাবে।
সরাসরি: বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবন, এম/১-এ, সেকশন-১৪, কাফরুল, মিরপুর, ঢাকা-১২০৬।
অনলাইন:
ডাউনলোড লিংক:
https://drive.google.com/drive/folders/1ZWYJTpEDlWChwXsd0OOYjs3_tWKLBovD?usp=sharing