
ঢাকার মিরপুর-১৪ এ অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ জেলার অর্ন্তগত ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উনড়বত ও দক্ষতাসম্পনড়ব জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীনে জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাμম (৩৬০ ঘণ্টা মেয়াদি) তিনমাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। নি¤ড়বলিখিত যোগ্যতা সম্পনড়ব প্রার্থীদের নির্দিষ্ট ফরমে ইমেইলে অথবা অনলাইনে নিম্নে বর্ণিত কোর্সে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কোর্সের নাম:
১। মোবাইল ফোন সার্ভিসিং
প্রার্থীর যোগ্যতা ও উপযুক্ততা:
(ক) নিম্নোক্ত তথ্য এবং প্রয়োজনীয় কাগজাদি দাখিল পূর্বক প্রার্থীদের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।
১। প্রার্থীর নাম, ২। পিতা-মাতার নাম, ৩। বয়স, ৪। বর্তমান ঠিকানা, ৫। স্থায়ী ঠিকানা, ৬। ইমেইল আইডি, ৭। মোবাইল নম্বর, ৮। শিক্ষাগত যোগ্যতা।
আবেদনের সাথে সংযুক্তি:
১। শিক্ষাগত যোগ্যতার সনদ, ২। জাতীয় পরিচয় পত্রের কপি/জন্মসনদ, ৩। সংশ্লিষ্ট ইউপি/উপজেলা/পৌরসভা চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ, ৪। সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দু’কপি ছবি।
(খ) শিক্ষাগত যোগ্যতা:
১। মোবাইল ফোন সার্ভিসিং কোর্সে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা:
(গ) সকল প্রার্থীকে আবশ্যিকভাবে বৃহত্তর ময়মনসিংহ জেলার অর্ন্তগত ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(ঘ) প্রার্থীকে প্রশিক্ষণ চলাকালীন নিজ উদ্যোগে কেন্দ্রের নিকটবর্তী স্থানে আবাসিক ব্যবস্থা আয়োজনপূর্বক অবস্থান করতে হবে।
(ঙ) বয়স: ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত।
Your heart will be drenched with joy knowing that Greater Mymensingh Samity Technical Training Center (GMSDTTC) is the biggest institute among the polytechnic inst ... Read More